সম্পত্তি নিয়ে বিবাদ; অভিযোগ : অভিযুক্তরা তৃণমূল ঘনিষ্ঠ হওয়ায় কোন পদক্ষেপ নিচ্ছে না পুলিশ

সার্বভৌম সমাচার : ৮ শতক জায়গা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ।  এই নিয়ে সংঘর্ষ। থানায় অভিযোগ জানালেও, এক অভিযুক্ত শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ট হওয়ায় ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। বাধ্য হয়ে মিঠুন সাহা নামে এক অভিযোগকারী এবার জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন। মালদার গাজোল এলাকার ঘটনা। গাজোল থানার বিরুদ্ধে হাত গুটিয়ে বসে থাকার অভিযোগ। 

মালদা গাজোলের বাসিন্দা মিঠুন সাহার অভিযোগ তার সাথে ওই এলাকারই কিছু ব্যক্তির ৮ শতক জমি নিয়ে বিবাদ রয়েছে।  ওই ব্যক্তি জোর করে জমি দখল করার চেষ্টা করলে তিনি বাধা দেন। সেই সময়ে তাকে মারধর করে ওই ব্যক্তিরা তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এরপর তিনি বারবার গাজোল থানায় অভিযোগ জানালেও কোন লাভ হয়নি। উল্টে অভিযুক্তরা তাকে হুমকি দিচ্ছে। অভিযুক্তরা যেহেতু শাসকদলের ঘনিষ্ঠ সেই কারণেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে তার অভিযোগ। এবার তিনি পুলিশ সুপার ও জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন।
পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন বিজেপি ও কংগ্রেস। বিজেপির মালদা জেলার সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন,সমাজবিরোধী থেকে অসমাজিক যে কোন মানুষ তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না হলে বিজেপি পথে নামবে।

অন্যদিকে কংগ্রেসের মালদা জেলার সাধারণ সম্পাদক কালি সাধন রায় বলেন,দুষ্কৃতীরা প্রকাশ্যেই দাপিয়ে বেড়াচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই সরকার টা সম্পূর্ণ দুষ্কৃতীদের হাতে চলে গিয়েছে। এটা সরকার চলছে না সার্কাস চলছে বলা মুশকিল।

যদিও মালদা জেলার তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন এখন যে কেউ বাঁচার জন্য তৃণমূল হওয়ার চেষ্টা করছে। পুলিশ প্রশাসনকে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে দলের পক্ষ থেকে কেউ যদি তৃণমূলের নাম ভাঙ্গিয়ে কোন ধরনের অসামাজিক কার্যকলাপ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post