লুঙ্গি পরে অনলাইন পরীক্ষা দিতে বসায় বহিষ্কার করা হলো শিক্ষার্থীদের


After-lungi-the-students-were-expelled-for-taking-online-exams

রিয়া গিরি : অনলাইন পরীক্ষায় লুঙ্গি পরে পরীক্ষা দিতে বসায় বহিষ্কার করা হল ৩ জন ছাত্রকে।ঘটনাটি ঘটেছে বাংলাদেশের দিনাজপুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে।যেখানে পড়ুয়াদের তরফ থেকে দাবি করা হয়েছে রসায়নের পরীক্ষায় লুঙ্গি পরে পরীক্ষা দিতে বসায় অনলাইন পরীক্ষা মাধ্যম থেকে বের করে দেওয়া হল দুজনকে।

বেহাল সড়ক পুনঃনির্মাণের দাবিতে জেলাশাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

সূত্রের খবর,অনলাইন মাধ্যমেই পরীক্ষা দিচ্ছিল দুজন পড়ুয়া ।ঠিক ক্যামেরায় লুঙ্গী পরা অবস্থা  দেখতে পেয়ে পরীক্ষা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ একজন শিক্ষকের বিরুদ্ধে।এ নিয়ে সুপারভাইজারকে ফোন করলেও বিষয়টির কোনো সুরাহা মেলেনি। যদিও বিশ্ববিদ্যালয় তরফ থেকে  এই অভিযোগ মিথ্যে বলা হয়েছে।

জাতীয় স্তরের অ্যাথলিট হয়েও দিনমজুর খাটছেন রিঙ্কু

পোশাকের জন্য পরীক্ষায় বসতে না দেয়ার ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশের শিক্ষা মহলে শোরগোল পড়ে গেছে। প্রতিবাদ জানিয়েছে বহু শিক্ষার্থী। তবে কি পোশাক দিয়ে যোগ্যতা অর্জন করা যায় তা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকেই। এই ঘটনা কতটা সত্যতা যাচাই করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে।

Post a Comment

Previous Post Next Post