জাতীয় স্তরের অ্যাথলিট হয়েও দিনমজুর খাটছেন রিঙ্কু

Rinku-is-working-as-a-day-laborer-even-though-he-is-a-national-level-athlete

রিয়া গিরি : সংসারের আর্থিক অভাবের জেরে দিনমজুরের কাজ করতে বাধ্য হচ্ছেন জাতীয় স্তরের অ্যাথলিট রিঙ্কু। ছোট থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ ছিল রিংকুর আর তার জেরেই স্কুল থেকে কলেজ তারপর জাতীয় স্তরে সাফল্য পেয়েছে বহুবার। নিজের কাছে সযত্নে রেখেছেন একাধিক মেডেল। কিন্তু সবকিছু ছেড়ে পারিবারিক আর্থিক অভাবের জেরে রাজ্যের বাইরে দিনমজুর খাটতে বাধ্য হচ্ছেন কুমারগঞ্জের বাসিন্দা রিঙ্কু বর্মন।

ডুয়ার্সের পথে সাত দিনই চলবে ভিস্তাডোম কোচ

কুমারগঞ্জের বাসিন্দা রিঙ্কু জাতীয় স্তরের অ্যাথলিট ছিল কোন এক সময়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারাম ব্লকের অশোক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বিষ্ণুপুরের বছর ২৬ এর রিঙ্কু ছোটবেলা থেকে খেলাধুলায় পারদর্শী ছিল। আর তার জেরেই শিলিগুড়ি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া শিবিরের সুযোগ পেয়েছিল ।সেখান থেকে পড়াশোনার সাথে খেলাধুলা চালিয়ে গিয়েছিল সে । কিন্তু বাবা মারা যাওয়ার পর সংসারের আর্থিক অনটনে পড়াশুনো ছেড়ে খেলা ছেড়ে তাকে বাড়ি ফিরতে হয়। তারপর থেকেই দিনমজুরের কাজ করে সে। ২০০৯ সালে হরিয়ানায় ন্যাশনাল ইন্টার্নাল জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব ১৬ বিভাগে ১ হাজার মিটার রিলে রেইস শেষ করে নতুন রেকর্ড করেছিল রাজবংশী সম্প্রদায়ের অ্যাথলিট রিঙ্কু। এ ছাড়াও একাধিক সাফল্য পেয়েছে সে।

বেহাল সড়ক পুনঃনির্মাণের দাবিতে জেলাশাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

খেলাধুলা ছেড়ে সংসারের হাল ধরার পরও কেউ পাশে দাঁড়ায়নি তার। এখনো পর্যন্ত মন খারাপ হলে তার গোছানো মেডেল গুলি দেখে পুরনো স্মৃতি মনে করিয়ে নেয় রিঙ্কু।বর্তমানে গুজরাটের সুরাতে এমব্রয়ডারি কাজ করেন তিনি। পরিবারের কথা মাথায় রেখে খেলা ছেড়েছেন বহু বছর আগেই। তবুও খেলার প্রতি ভালোবাসা তার মধ্যে একটু শেষ কমে যায়নি।

Post a Comment

Previous Post Next Post