তৃতীয় পর্বের ট্রায়াল চলছে ৬ টি করোনা ভ্যাকসিনের


তৃতীয় পর্বের ট্রায়াল চলছে ৬ টি করোনা ভ্যাকসিনের

সার্বভৌম সমাচার : করোনায় সারা পৃথিবীতে প্রাণ হারিয়েছেন ৭ লক্ষেরও বেশি মানুষ৷ সারা পৃথিবীতে এই মারণ রোগের শিকার প্রায় এক কোটি ৮০ লক্ষ মানুষ৷ সারা পৃথিবী এখন সমস্ত ভ্যাকসিনের আশাতেই দিন গুনছেন৷ ভ্যাকসিনই একমাত্র এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে।

গোটা বিস্বে প্রায় ১৬৫ টি ভ্যাকসিনের ট্রায়াল চলছে৷ সবকাটিই এখন পরীক্ষামূলক স্তরে রয়েছে৷ হু জানিয়েছে এই ১৬৫ ভ্যাকসিনের মধ্যে মাত্র ২৬ টি ভ্যাকসিন যাদের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে৷ আবার এই ২৬ টি ভ্যাকসিনের মধ্যে ৬ টি কোম্পানির ভ্যাকসিন তৃতীয় পর্যায়ে পরীক্ষা চলছে৷

তবে আসার খবর এই ৬ টি ভ্যাকসিনের মধ্যে দুটি ভ্যাকসিন ভারতের৷ ভারত বায়োটেক ও জায়ডস কৈডিলা নামে দুটি সংস্থা হিউম্যান ট্রায়াল শুরু করেছে৷ ভারত বায়োটেক কোম্পানি আগে জাপানি এনকেফালাইটিস, পোলিও, রেবিস, চিকুনগুনিয়া, রোটাভাইরাস ও জিকা ভাইরাসের জন্যে ভ্যাকসিন তৈরি করেছে৷

ভারত ছাড়া তৃতীয় পর্বের ট্রায়ালে রয়েছে চিনের তিনটি ভ্যাকসিন৷ চিনের সিনোবৈক, সিনোফৈরাম বা বেজিং ইন্সটিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্ট, উহান ইন্সটিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্ট৷


আরও পড়ুন--

করোনা ভ্যাকসিন তৈরিতে সবচেয়ে আগে থেকে কাজ শুরু করেছে আমেরিকার মোডেরনা কোম্পানি৷ তাদের দাবী এই ভ্যাকসিনের প্রথম দুই পর্বের পরীক্ষা আশাব্যাঞ্জক৷ ২৭ জুলাই থেকে শুরু হয়ে গেছে তৃতীয় পর্বের পরীক্ষা৷

৬ টি ভ্যাকসিনের মধ্যে সারা পৃথিবীর মানুষের আগ্রহ সবচেয়ে বেশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন ঘিরে৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৃতীয় পর্বের পরীক্ষা বিভিন্ন দেশের প্রচুর মানুষের ওপর চলছে৷ অক্সফোর্ডের এই ভ্যাকসিনের পার্টনার ভারতের সিরম ইন্সটিটিউট৷

এর মথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কিছুটা হলেও নিরাস করছে। হু জানিয়েছে এই সমস্ত ভ্যাকসিনই কার্যকর হবে এমন কোনও নিশ্চয়তা নেই৷ প্রচুর সংখ্যক মানুষের ওপর ভ্যাকসিনের প্রয়োগ হয় তৃতীয় পর্বের ট্রায়ালে৷ এর দ্বারা কতো মানুষ উপকৃত হচ্ছেন সেটাই দেখা হয় এই ট্রায়ালে৷ তৃতীয় পর্বের ট্রায়ালের শেষ না হলে এই ভ্যাকসিন কতটা কার্যকরী তা নির্দিষ্ট করে বালা সাম্ভভ নয়।



আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post