সার্বভৌম সমাচার, কলকাতা : এই মুহূর্তে নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়ে মধ্যপ্রদেশে অবস্থান করছে। নিম্নচাপ কিছুটা দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। তবে নিম্নচাপের ফলে আকাশে প্রচুর পরিমানে জলীয় বাষ্প থাকায় দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টি বা কিছুটা বেশি বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
অন্যদিকে আবহাওয়া দপ্তর সুত্রে জানা গিয়েছে, নিম্নচাপ প্রভাবে আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিমের জেলাগুলিতে এই ভারী বৃষ্টি হলেও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন--
অন্যদিকে আবহাওয়া অফিস সুত্রে খবর, রবিবারের মধ্য নিম্নচাপ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে পুনরায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। গোটা দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় বৃষ্টি হলেও তার পরিমাণ কমবে এবং আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি বলে আশা করছে আলিপুর আবহাওয়া দপ্তর।
যদিও নিম্নচাপ পূর্ব-মধ্যপ্রদেশে সরে গিয়ে অবস্থান করায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে শক্তি ক্ষয় করে নিম্নচাপ এখন সাধারণ নিম্নচাপে পরিণত হওয়ায় কিছুটা স্বস্তি আশা দেখছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শনি ও রবিবার উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার-এ ভারী বৃষ্টির সম্ভাবনা।
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক থেকে ১ ডিগ্রি নিচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩৪.৪ মিলিমিটার।
আরও দেখুন--