শুধু জম্মু ও কাশ্মীর নয়; এবারে দিল্লিকেও পাকিস্তানের অংশ বলে দাবী করছে ইমরান খানের প্রাক্তন স্ত্রী

শুধু জম্মু ও কাশ্মীর এবারে দিল্লিকেও পাকিস্তানের অংশ বলে দাবী করছে ইমরান খানের প্রাক্তন স্ত্রী

সার্বভৌম সমাচার, নয়াদিল্লী : এবারে কোন জঙ্গি গোষ্ঠী বা পাকিস্তানের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, জম্মু ও কাশ্মীরের সঙ্গে এবারে দিল্লিকেও পাকিস্তানের অংশ বলে দাবী করছে ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান।

সম্প্রতি পাকিস্তানের উদ্ভট নতুন রাজনৈতিক মানচিত্রে কেবল ভারতের জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নয় গুজরাটের জুনাগড়কেও পাকিস্তানের অন্তর্ভুক্ত করেছে ইমরান সরকার। এরপর ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান সেদেশের সরকারকে জিজ্ঞাসা করে বলেন, কেন তারা কেবল কাশ্মীরেই থামলেন। রেহাম খানের মন্তব্য, তিনি দিল্লিকেও পাকিস্তানের অংশ হিসাবে চান।


আরও পড়ুন--

ইমরান খান সম্প্রতি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা (৩৭০ ধারা) প্রত্যাহারের  প্রথম বার্ষিকীর আগে পাকিস্তানের নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচন করেন। সেখানে জম্মু ও কাশ্মীরকে "বিতর্কিত অঞ্চল" দাবি করা থেকে প্রত্যাখ্যান করে পুরো কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলকে সে দেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে।

এছাড়াও কারাকরাম পাসে নিয়ন্ত্রণ রেখা সম্প্রসারণ করে সিয়াচেনের উপরে সার্বভৌমত্ব দাবি করেছে পাকিস্তান। তবে সেখানে চীনের সাথে কাশ্মীর ও লাদাখ সীমান্তের অংশ চিহ্নিত করেনি পাকিস্তান। অন্যদিকে পাকিস্তান তার রাজনৈতিক মানচিত্রে গুজরাটের কিছু অংশ যেমন জুনাগড় এবং মানবদারকেও অন্তর্ভুক্ত করেছে।



আরও পড়ুন--


এদিকে কেন্দ্রীয় সরকার পাকিস্তানের সর্বশেষ প্রতিক্রিয়া সম্পর্কে বলেছে, এটি একটি "রাজনৈতিক অযৌক্তিকতা"। পাকিস্তানের হাস্যকর বক্তব্যের কোনও আইনগত বৈধতা নেই। এটিই ছিল আঞ্চলিক ক্রমবর্ধমানতায় পাকিস্তানের সর্বকালের সেরা আবেগের প্রমাণ।

কেন্দ্রীয় সরকার আরও বলেছে, প্রধানমন্ত্রী ইমরান খান যে রাজনৈতিক মানচিত্র' প্রকাশ করেছেন তা দেখেছি। এটি রাজনৈতিক অযৌক্তিকতার একটি অনুশীলন মাত্র।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post