যুজবেন্দ্র চাহাল বিয়ে করেছেন, জানালেন তিনি নিজেই

যুজবেন্দ্র চাহাল বিয়ে করেছেন, জানালেন তিনি নিজেই

সার্বভৌম সমাচার : বিয়ে করেছেন ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে সবাইকে চমকে দিয়ে একথা জানিয়েছেন। চাহাল তার সঙ্গী ধনশ্রী ভার্মার সাথে আশীর্বাদ পর্ব সেরে ফেলেছেন বলে জানিয়ে তিনি অনুষ্ঠানের একটি ছবিও পোস্ট করেছেন।

ধনশ্রী ভার্মার সাথে টুইটারে একটি ছবি পোস্ট করার সময় যুজবেন্দ্র চাহাল ক্যাপশনে লিখেছেন, ‘আমরা আমাদের পরিবারের সদস্যদের মধ্যে হ্যাঁ বললাম’, এছাড়াও তিনি হ্যাশট্যাগ রোকা অনুষ্ঠান বলেও লিখেছেন। টিম ইন্ডিয়ার অন্যতম সেরা লেগ স্পিনার হিসাবে বিখ্যাত যুজবেন্দ্র চাহালের ছবিটি পোস্ট করার সাথে সাথেই লোকেরা তাদের সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন শুরু করে দেয়।


আরও পড়ুন--

এদিন তাঁর নতুন ইনিংসের জন্য অভিনন্দন জানিয়েছেন তাঁর সতীর্থ কেএল রাহুল থেকে শুরু করে হার্ডিক পান্ড্য পর্যন্ত সকলেই টিম ইন্ডিয়ার চাহালকে। অভিনন্দন জানিয়েছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেহবাগ, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও।

যুজবেন্দ্র চাহাল নিজেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। চাহাল বাগদানের আগে ধনশ্রী ভার্মার সাথে অনেক জুম সেশনে তাকে বেশ ঘনিষ্ঠ ভাবেই দেখা গিয়েছে। যুজবেন্দ্র চাহাল আইপিএলে RCB দলে খেলেন। লকডাউনের মধ্যে তিনি সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও পোস্ট করেছেন। উল্লেখ্য, ধনাশ্রী ভার্মা একজন চিকিৎসক, কোরিওগ্রাফার এবং ইউটিউবার।

যুজবেন্দ্র চাহাল এখন পর্যন্ত ৫২টি ওয়ানডে এবং ৪২টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী লেগ স্পিনার চাহাল। তার নাম ৫৫টি টি-২০ আন্তর্জাতিক উইকেট।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post