কেরালার কোঝিকোড় বিমানবন্দরের দুর্ঘটনায় প্রশ্ন উঠছে রানওয়ের গাফিলতি নিয়ে

রানওয়ের গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন,বিমান দুর্ঘটনায় মৃত ১৮



অম্লিতা দাস : ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখোমুখি কেরালার কোঝিকোড় বিমানবন্দর।মারা গেছেন দুই জন পাইলট সহ আরো ১৮জন যাত্রী।কতৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে যে, কোঝিকোড় বিমানবন্দরে বিমান অবতরণের সময় এই দুর্ঘটনা।

শিশু সহ ১৯১জন যাত্রীবাহি এই বিমান আসছিল দুবাই থেকে।করোনা ভাইরাস মহামারীর কারণে আটকে পড়া ভারতীয়রা ফিরছিলেন এই বিমানে।এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭বিমানটি শুক্রবারে, ৭টা বেজে ৪১মিনিটে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে, ভারী বৃষ্টিপাতের মধ্যে বিমানটি নামছিল, তখন তার দৃশ্যমানতা ছিল ২০০০মিটার।বিমানটি ৩৫ফুট খাদের নীচে পড়ে যায়, বিমানটির চাকা রানওয়ের ওপর পড়তেই বিমানটি পিছলে যায় এবং দুটুকরো হয়ে পড়ে। ঘটনাস্থলে ২৪টি অ্যাম্বুলেন্স এবং দমকলবাহিনী-সহ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী গিয়ে পৌঁছায় উদ্ধারকার্যে।


আরও দেখুন--



ওই বিমানে ছিল চারজন কেবিন ক্রু এবং দুই জন চালক। মারা গিয়েছেন পাইলট এবং কো-পাইলট। মৃত পাইলটের নাম দীপক বসন্ত শাঠে।

তবে প্রশ্ন উঠছে রানাওয়ের গাফিলতি নিয়ে।গত বছর জুলাই মাসে রানাওয়ের পর্যবেক্ষণে দেখা যায় রানাওয়ের দুই দিকেই রয়েছে মাত্রাতিরিক্ত রাবার এবং সেখানে অতিরিক্ত জল জমারও নিদর্শন পাওয়া গেছে। কিন্তু তবুও কেন ওই বিমান বন্দরে অবতরণ করা হলো?একজন বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোহন রঙ্গনাথন দুর্ঘটনার পর এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি কিছু বছর আগে রানাওয়েটি পরিদর্শন করেন এবং রানওয়েতে ঝুঁকির কথা জানিয়ে প্রতিবেদনও লেখেন।

এইরূপ বিমান দুর্ঘটনা আগেও হয়েছে, উঠে আসছে ২০১০সালের মে মাসবে এয়ার ইন্ডিয়ার বিমান ম্যাঙ্গালোর বিমানবন্দরের দুর্ঘটনার কথা। যেই দুর্ঘটনায় ১৫৮জন মারা গিয়েছিলেন।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post