সীমান্তে প্রচুর রুপোর গয়না উদ্ধার, আটক মোটরবাইক

সীমান্তে প্রচুর রুপোর গয়না উদ্ধার, আটক মোটরবাইক

সার্বভৌম সমাচার : সীমান্তে প্রচুর রুপোর গয়না উদ্ধার করল বিএসএফের ১৫৩ নম্বর ব্যাটালিয়নের কোম্পানির জওয়ানরা। উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত ভারত বাংলাদেশের কৈজুরী সীমান্তের ঘটনা।

গতকাল বৃহস্পতিবার রাত্রিবেলা একটি মোটর বাইকে করে এক পাচারকারী সীমান্তের দিকে আসছিল সেই সময় বিএসএফের ১৫৩ নম্বর ব্যাটালিয়নের কোম্পানির জওয়ানরা ওই রাস্তায় ডিউটিতে ছিলেন। এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় তাকে দাঁড় করাতে গেলে বাইক নিয়ে পালিয়ে যায় ওই বাইক আরোহীকে ধাওয়া করে বিএসএফ জওয়ানরা।

আরও পড়ুন--



তারপর ওই বাইক আরোহী বাইক ফেলে রেখে পালিয়ে যায়। তখনি বিএসএফ জওয়ানরা ওই বাইকের টুলবক্স খুলতেই বিএসএফ জওয়ানরা চক্ষু চড়কগাছ, সেই টুলবক্স খুলে উদ্ধার করে ১৩ কেজি রুপোর গহনা। যার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা।

বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটি, পাচারকারী ফেলে রেখে পালিয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি সন্দেহ করা হচ্ছে এই রুপোর গহনা গুলো, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। মোটরসাইকেলের নাম্বার প্লেট, চেসিস নাম্বার, নিয়ে মোটরবাইকের পরিচয় জানার চেষ্টা করছে সীমান্তরক্ষী বাহিনী।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post