অম্লিতা দাস : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তীর নাম জড়িয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় হেনস্থার মুখে পড়েছেন বাঙালি মেয়েরা। অভিনেতার মৃত্যু এখনও বিভিন্ন ধাঁধার মধ্যে। এবার ধাঁধার পর ধাঁধা,তবে এত জটিল অংকের সমাধান করতে গিয়ে শুরু হলো আরেক বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় উঠে আসলো বাঙালী মেয়েদের নিয়ে চর্চা,তবে এবারে তা সুন্দর চোখের প্রশংসা নয় বরং সেই চোখের মায়াবী জাদু নিয়ে।
সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দরুন রাজপুত পরিবার এফ.আই.আর করেছেন অভিনেত্রী রেহা চক্রবর্তী সহ আরো ৫জনের বিরুদ্ধে।অভিনেত্রীর বাঙালি হওয়ার দরুন সোশ্যাল মিডিয়ায় বাঙালি মেয়েদের নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে। ‘ডোমিনেটিং’, ব্ল্যাক ম্যাজিক’আরো অনেক কিছুই বলা হচ্ছে।টুইটস এর পর টুইটস ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
এভাবে একজনের মাধ্যমে সমস্ত বাঙালি মেয়েদের নিয়ে সমালোচনার বিরুদ্ধে অনেকেই তাদের মতপ্রকাশ করেছেন।তবে এরূপ জাদুটোনার মন্তব্য বেশ অর্থহীন নয় কি!
Tags:
ফিল্মি গসিপ