কেরলে ভয়াবহ ধসে মৃত ১২ চা শ্রমিক, আটকে ৬০ জন

কেরলে ভয়াবহ ধসে মৃত ১২ চা শ্রমিক, আটকে ৬০ জন

সার্বভৌম সমাচার ঃ 
কেরলের ইড়ুক্কি জেলার রাজাক্কড়ের একটি চা বাগানের শ্রমিক মহল্লায় ভারী বৃষ্টির মধ্যেই এ দিন ভোরের দিকে আচমকা ধস নামে কাদামাটির সঙ্গে পাথরের স্তূপে চাপা পড়ে বস্তির একটি বড় অংশ৷

প্রাথমিক পাওয়া খবরে জানা গিয়েছে, অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এখনও কাদা মাটির নীচে ৬০ জন শ্রমিক আটকে আছে। বহু চা শ্রমিক ঘুমের মধ্যেই ধসে চাপা পড়েন৷ যে এলাকায় ধস নেমেছে সেখানে অন্তত ৮৪ জন শ্রমিক থাকতেন৷ প্রবল বৃষ্টি এবং কুয়াশার কারণে তা উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে৷ ১০ জনকে ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷



আরও পড়ুন--

কেরলের মন্ত্রী ই চন্দ্রশেখরন জানান, “পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজ করতে সামস্যা হচ্ছে। ওই বস্তিতে যাওয়ার রাস্তাগুলিও প্রবল বৃষ্টিতে ধুয়ে গিয়েছে৷ আহতদের উদ্ধার করতে আমরা বায়ুসেনারও সাহায্য চেয়েছি৷ কিন্তু প্রতিকূল আবহাওয়ার মধ্যে বায়ুসেনা সাহায্য করতে পারছে না। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল উদ্ধার কাজে হাত লাগিয়েছে৷”

গত তিন দিন ধরে ওই অঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছিল৷ সে কারণে মোবাইল সহ যোগাযোগের সবরকম মাধ্যম ঠিক মতো কাজ করছিল না৷ সে কারণে উদ্ধারকাজ শুরু হতে বেস দেরি হয়ে যায়৷ ভোররাতের দিকে এই দুর্ঘটনা ঘটায় অনেকে ধসে চাপা পড়ে যান গভীর ঘুমের মধ্যেই ৷


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post