দীর্ঘ প্রতীক্ষার অবসান! দিন তিনেকের মধ্যেই বাজারে মিলবে করোনা ভ্যাকসিন

দীর্ঘ প্রতীক্ষার অবসান! দিন তিনেকের মধ্যেই বাজারে মিলবে করোনা ভ্যাকসিন

সার্বভৌম সমাচার : দীর্ঘ প্রতীক্ষার অবসান! দিন তিনেকের মধ্যেই করোনা ভ্যাকসিন বাজারে আনতে চলেছে রাশিয়া। রাশিয়ার দাবি ১০ থেকে ১২ তারিখের মধ্যেই বাজারে আসছে করোনা ভ্যাকসিন! রাশিয়ার গামালোয়া ন্যাশানাল রিসার্চ সেন্টার অফ এপিডেমোলজি এন্ড মাইক্রোবায়োলজি এই ভ্যাকসিন প্রস্তুত করেছে।

রাশিয়ার দাবী যদি সাঠিক হয়, তাহলে এটাই বাজারে আসতে চলা প্রথম ভ্যাকসিন৷ রাশিয়া করোনা ভ্যাকসিন লঞ্চের জন্য সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই করে ফেলেছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ। তাদের রিপোর্ট অনুযায়ি এই ভ্যাকসিন রেজিস্টার্ড হাবার ৩ থেকে ৭ দিনের মধ্যে বাজারে ছাড়া হবে এই ভ্যাকসিন৷



আরও পড়ুন--

১৫ অগাস্টের আশেপাশে এই ভ্যাকসিন লঞ্চ হবে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল। রাশিয়ার দাবী এই ভ্যাকসিন নেওয়ার পরে ভলেন্টিয়ারদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেরে গেছে৷ গামালেয়া ইন্সটিটিউটে বিজ্ঞানীরা দাবি করেছেন যে, ১০ তারিখের মধ্যে তাদের তৈরি এই করোনার ভ্যাকসিন সাধারণ মানুষের ব্যবহারের জন্য অনুমতি পেয়ে যাবে৷ তবে ফ্রন্টলাইন ওয়ার্কাররা সবার আগে এই টিকা পাবেন৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু রাশিয়ার ভ্যাকসিন নিয়ে সংসয় প্রকাশ করেছে। তাদের দাবি ভ্যাকসিনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় পর্বের হিউম্যান ট্রায়াল৷ হু-র দাবি রাশিয়া আদৌ তৃতীয় পর্বের হিউম্যান ট্রায়াল সম্পূর্ণ করেনি৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু মতে তৃতীয় পর্বের হিউম্যান ট্রায়াল মধ্যে দিয়ে না গেলে এই ভ্যাকসিন মানুষের বিপদ ডেকে আনতে পারে।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post