সার্বভৌম সমাচার : ভুয়ো খবর, প্রচার আটকাতে সাম্প্রতিক সময়ে গুগল এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলি বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে। কিছুদিন আগেই ভুয়ো খবর আটকাতে ‘সার্চ দা ওয়েব’ ফিচার অ্যাড করেছে হোয়াটসঅ্যাপও।
সম্প্রতি সারা বিশ্বে করোনা ভাইরাস ছাড়ানোর জন্যে চিনকে সন্দ্যেহের চোখে দেখছে। এর ওপর ভারতের সঙ্গে সংঘর্ষের পরে চিন আরও কোণঠাসা হয়ে পড়েছে। উত্তপ্ত পরিস্থিতিতে ভারত ২৯ জুন টিকটক, UC Browser, CamScanner-সহ মোট ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে। পরে ২৭ জুলাই আরও ৪৭টি অ্যাপ নিষিদ্ধ করে।
সম্প্রতি চিনকে সবথেকে বড় ঝাটকা দিলো গুগল Google। ২৫০০টি চিন-সম্পর্কিত ইউটিউব চ্যানেল ডিলিট করে দিলো Google।
আরও পড়ুন--
চিনের এই ইউটিউব চ্যানেলগুলি বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতো বলে Google-এর তরফে জানানো হয়েছে। চিনের বিভ্রান্তিমূলক ওই ২৫০০ চ্যানেল রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ইউটিউব এই চ্যানেলগুলি ডিলিট করেছে গুগল।
ইউটিউবের তরফে জানানো হয়েছে চিনের ওই চ্যানেলগুলি থেকে স্প্যামি, অরাজনৈতিক কন্টেন্ট পোস্ট করা হত, কিন্তু সেখানে রাজনীতির সাথে জড়িত কিছু বিভ্রান্তিকর পোস্ট কারা হতো। যদিও গুগল ডিলিট করা ২,৫০০ টি চ্যানেলের নামের তালিকা এখনও প্রকাশ করেনি।
আরও দেখুন--