দলের সাধারণ সম্পাদকের নামে অপপ্রচারের অভিযোগে পুলিশের দারস্থ সিপিআইএম


দলের সাধারণ সম্পাদকের নামে অপপ্রচারের অভিযোগে পুলিশের দারস্থ সিপিআইএম

সার্বভৌম সমাচার : দলের সাধারণ সম্পাদকের নাম ও ছবি ব্যবহার করে অপপ্রচার করায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে সাইবার ক্রাইমে অভিযোগ করলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

জানা গিয়েছে, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নাম সাম্প্রদায়িক অপপ্রচারের অভিযোগ উঠেছে। সিপিআইএম রাজ্য কমিটির পক্ষ থেকে 'ইন্ডিয়া রেগ' নামে একটি ফেসবুক পেজের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।




আরও পড়ুন--

রাজনৈতিক উদ্দেশ্যই দলের ভাবমূর্তিতে আঘাত আনতে এটা করা হচ্ছে বলে মনে করছে রাজ্য সিপিআইএম। তাই আইনের লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিবাদ কর্মসূচি ও স্যোশাল মিডিয়াতে সরব হওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রে খবর।

এদিন দলের তরফে জানানো হয়েছে, "সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে সাম্প্রদায়িক অপপ্রচারের উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। আর সেই বিষয়ে পার্টির রাজ্য সম্পাদক সূর্য মিশ্র সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন।"

এছাড়াও আগামী দিনে লাগাতার কর্মসূচি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলের তরফে জানানো হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ার টিমকেও আরও বেশি করে স্বক্রিয় করার প্রস্তুতি নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। ডিজিটাল বিরোধী রাজনৈতিক দলগুলির অপপ্রচারের বিরুদ্ধে জবাব দেওয়াই হবে এই সংগঠনের অন্যতম কাজ হবে বলেও দলীয় সূত্রে জানানো হয়েছে।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post