রেকর্ড ভেঙে ৫৮,৮১২ ভোটে জয়ী মমতা, আবির মেখে উৎসব তৃণমূলের

Mamata-wins-record-breaking-58612-votes-TMC-celebrates-Abir-Mekhe


ঈশিতা সাহা : এবার লিডের পাহাড় গড়লেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালের রেকর্ড ভেঙে ৫৮,৮১২ ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূল নেত্রী। পেরিয়ে গেলেন সেঞ্চুরি। লিডের প্রাথমিক লক্ষ্য ছিল ৫০ হাজার। কিন্তু রাউন্ড বাড়তে থাকায় অনায়াসে পেরিয়ে গেল সেই লক্ষ্য।

শতবর্ষে এসেও ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রীর মা

২০ রাউন্ডের শেষে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের ব্যবধান বেড়ে হলো ৫৬,৩৮৮। বিজেপি পক্ষের প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এর দখলে রয়েছে ২৫,৬৮০ ভোট। ওই কেন্দ্রে এখনও পর্যন্ত তৃণমূল প্রার্থী পেয়েছেন ৮২,০৬৮ টি ভোট। বিপুল ভোটে জয়ী হয়ে উৎসবে মেতেছেন তিন কেন্দ্রের  তৃণমূল কর্মী সমর্থকরা। দলনেত্রীর এই সাফল্যে ইতিমধ্যে কালীঘাটে ঢাকঢোল বাজিয়ে বিজয় উৎসব শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জয়লাভের খবর ছড়িয়ে পড়তেই বনগাঁ মহাকুমার বিভিন্ন এলাকায় খেলা হবে গানে মেতেছেন তৃণমূল সমর্থকদল।

প্রয়াত হলেন 'যোদ্ধা আকবর' সিরিয়ালের আকবর স্ত্রী

এদিকে ভবানীপুর উপ নির্বাচনের ভোট পরবর্তী হিংসা আশঙ্কা করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার জনের প্রিয়াঙ্কা রাজ্যপাল ও কলকাতার নগরপালকে চিঠি দিয়ে আর্জি জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post