বন্ধুর সমস্যায় পাশে এসে দাঁড়ালেন আরেক পরম বন্ধু

Another-absolute-friend-came-to-the-side-of-the-friend's-problem

 শ্রমণ দেকয়েক বছর আগে সম্পর্কে ফাটল ধরেছিল, যদিও সে সব ভুলতে সময় লাগেনি। পুনরায় বন্ধুত্ব গাঢ় হয় শাহরুখ খান এবং সলমন খানের। এ বার প্রথম জনের দুঃসময়ে পাশে দাঁড়ালেন দ্বিতীয় জন। শাহরুখ-পুত্র আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর ‘মান্নাত’-এ পৌঁছলেন সলমন।


রবিবার রাতের দিকে চিত্রগ্রাহকদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। সাদা রঙের রেঞ্জ রোভার গাড়িতে চালকের পাশের আসনে বসে আসেন সলমন। একটি কালো রঙের টি শার্ট পরেছিলেন তিনি। মাথায় ছিল টুপি। কারও সঙ্গে কোনও কথা না বলেই সোজা ভিতরে ঢুকে যান তিনি।


“করণ-অর্জুন”,  “কুছ কুছ হোতা হ্যায়”-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ এবং সলমন। পেশাগত বন্ধুত্বের পাশাপাশি তাঁদের পারিবারিক সম্পর্কও বহু দিনের। তাই সব কাজ ফেলেই ছুটে এসেছেন শাহরুখ-গৌরীর পাশে দাঁড়াতে।

তিন কেন্দ্রেই এগিয়ে তৃণমূল, কালীঘাটে চলছে সেলিব্রেশন

শনিবার একটি মাদক পার্টি থেকে আরিয়ানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। অনেকক্ষণ জেরা করার পর মাদক সেবনের কথা স্বীকার করেন আরিয়ান। এর পরেই গ্রেফতার করা হয় তাঁকে। আদালত সোমবার পর্যন্ত তাঁকে এনসিবি-র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post