প্রতিনিধি, বনগাঁ : অনুষ্ঠিত হলো ইষ্ট বেঙ্গল ফ্যান ক্লাবের চার বছর পূর্তি উৎসব। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার বনগাঁর বেলতলা পূজা মন্দির প্রাঙ্গণে জাতীয় পতাকা ও ইস্টবেঙ্গলের পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠান শুরু হয়।
এদিন একে একে বসে আঁকো প্রতিযোগিতা সহ একাধিক অনুষ্ঠানের সাথে সংগীতানুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনভর মেতে রইল ফ্যান ক্লাবের সদস্যরা।
কর্মকর্তারা জানান, বছর চারেক আগে বনগাঁ ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সূচনা হলেও এখন রাজ্যজুড়ে তাদের সদস্য রয়েছে।
সাথেই প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাদের মনে প্রানে আমাদের ইস্টবেঙ্গল। নতুন প্রজন্মের কাছে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতেই আমাদের এই উদ্যোগ।