চলন্ত ট্রেন থেকে নামিয়ে মারধোর

Beat-up-from-the-moving-train

প্রতিনিধি, চাঁদপাড়া : ছিনতাই এর সন্দেহে যুবককে মারধর। জিআরপি থানার পুলিশের হাতে তুলে দিল নিত্যযাত্রীরা। ঘটনাটি, উত্তর ২৪ পরগণার চাঁদপাড়া স্টেশনের।

নিত্যযাত্রী সুত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় আপ বনগাঁ লোকাল চাঁদপাড়া স্টেশন ঢোকার মুখে ট্রেনের মধ্যে এক ব্যক্তির মোবাইল ছিনতাই করার চেষ্টা করে এক যুবক। তখন তাকে হাতেনাতে ধরে চাঁদপাড়া স্টেশন এ নামিয়ে চলে ধোলাই।

এমন খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁদপাড়া  স্টেশনের জিআরপি থানার পুলিশ। ধৃতকে আহত অবস্থায় উদ্ধার করে জিআরপি আধিকারিকরা।

Post a Comment

Previous Post Next Post