সমাচার ওয়েবডেস্ক : কচুরিপানা শিল্প কোন সরকারি প্রকল্প নয় এমনকি পৌরসভার কোনো বোর্ড মিটিংয়ে ও এই প্রকল্প নিয়ে কোন আলোচনা করা হয়নি, দাবি তুলে বনগাঁ পৌরসভার বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও পরিবার তন্ত্রের অভিযোগ তুললেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা শংকর আঢ্য।
প্রসঙ্গত, বনগাঁ ইছামতি নদী থেকে কচুরিপানা তুলে সেই কচুরিপানা দিয়ে বিভিন্ন জিনিস তৈরীর শিল্পের ঘোষণা করেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। এমনকি এই শিল্পের প্রশংসা করতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেও।
এবার সেই প্রকল্পই অনৈতিক এবং এটা নিয়ে দুর্নীতি হচ্ছে এমনই অভিযোগ তুললেন বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য। তিনি বলেন, বনগাঁ পৌরসভার কোন এজেন্ডাতেই এই শিল্পের কোন উল্লেখ নেই। এমনকি এটা নিয়ে কোন বোর্ড মিটিং ও হয়নি।
প্রাক্তন চেয়ারম্যান শংকর বাবু অভিযোগ করেন, বনগাঁ পৌরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের পরিবারের নামে এর কচুরিপানা এক সার কোম্পানিতে যাওয়ার টেন্ডার আছে। সে জন্যই তিনি কাল্পনিক শিল্পের কথা সামনে আনছেন। কচুরিপানা দিয়ে তৈরি জিনিসের যে শিল্পের কথা সামনে আসছে সেটা এক প্রকার দুর্নীতি বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
যদিও এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠ। অন্যদিকে, তৃণমূলের পক্ষে তৃণমূল নেতা এবং পৌরসভার পরিষদীয় দলনেতা প্রসেনজিৎ বিশ্বাস এই অভিযোগ অস্বীকার করে বলেন বোর্ড মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করা হয়েছিল এবং এতে বনগাঁ পৌরসভার অনেক সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্যকে তিনি অরণ্যের রোধন বলে কটাক্ষ করেন।
এই প্রসঙ্গে, বনগাঁ পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর দেবদাস মন্ডল বলেন, কচুরিপানা নিয়ে কোন বোর্ড মিটিং হয়নি এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল।