প্রতিনিধি, বাগদা : মাত্র ৬০ টাকার টিকিট ভাগ্য ফেরাল লক্ষণকে। এক রাতেই এক কোটির মালিক লক্ষণ। ঘটনাটি উত্তর ২৪ পরগণা জেলার বাগদা ব্লকের কুলবেড়িয়ার।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ৬০ টাকার একটি লটারির টিকিট কেনেন লক্ষণ ঘোষ নামে ওই ব্যাক্তি। তাতেই ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে তাঁর। এক কোটি টাকার প্রথম পুরস্কার জিতে নিয়েছে তিনি।
উল্লেখ্য, সাইকেলের চাকা ঠিক করতে করতে ঘুরে গিয়েছে নিজের ভাগ্যের চাকা। লক্ষণ ঘোষের হেলেঞ্চা বাজারে একটি সাইকেল সারাইয়ের দোকান আছে। স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সাইকেলের দোকান থেকে আয়ের উপরেই চলত সংসার।
লক্ষণ বাবুর ছেলে উচ্চ-মাধ্যমিক পাশ করে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গেই থাকে দোকানে। অন্যদিকে, মেয়ে বি.এ. দ্বিতীয় বর্ষের ছাত্রী। পাকা বাড়িতে হাত দিয়েও অর্থের অভাবে সম্পন্ন করতে পারেনি লক্ষণ বাবু। কিন্তু রবিবার সন্ধ্যায় মাত্র ৬০ টাকার একটি লটারির টিকিট ভাগ্য ফিরেছে তাঁর। এক কোটি টাকা পেয়ে খুশি লক্ষণ বাবু ও তাঁর পরিবার।