সায়ন ঘোষ, বনগাঁ : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। মহালয়া থেকেয় আনন্দ উল্লাসের সাথে কাটে পুজোর পাঁচটা দিন। কিন্তু দশমী আসতেই মন খারাপ শুরু হয় সকলের। শুরু হয় মা কে বিদায় দেওয়ার পালা।
উমা তাঁর বাপের বাড়ি ছেড়ে পুনরায় পাড়ি দেন কৈলাসে। শেষ দিন মা কে বরণের পর শুরু হয় সিঁদুর খেলা। একের পর এর মহিলারা মাকে বরণ করার পর তাঁর সিঁথিতে সিঁদুর ছুঁইয়ে দেন।
বিজয়া দশমীর বরণকালে সিঁদুর হয়ে ওঠে বাঙালি নারীর খেলার উপকরণ। সিঁদুরের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে একে অপরের গাল, কপাল। তেমনই বনগাঁ শক্তিগড় ২ নম্বর রেলগেট যুবগোষ্ঠীর পরিচালনায় দুর্গা পুজোর শেষ দিনে দেবী বরণের পাশাপাশি, সিঁদুর খেলার উচ্ছ্বাস গোটা মণ্ডপে।