নৌকা বাইচ ঘিরে উন্মাদনা এলাকায়

Insanity-around-the-boats

প্রতিনিধি, বাগদা : লক্ষ্মী পুজোর মেলা উপলক্ষে পূর্ব হুদা তরুণ সংঘের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কনিয়ারা ১- নাম্বার গ্রাম পঞ্চায়েতের পূর্ব হুদা তরুণ সংঘ প্রতিবছর লক্ষ্মী পূজা উপলক্ষে মেলার আয়োজন করা হয় সাথেই লক্ষ্মী পূজার পরের দিন কোদালিয়া নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়। 

এই বছর ৪৫ তম বর্ষে পদার্পণ করল তাদের এই মেলা। লক্ষ্মী পুজোর মেলা এবং নৌকা বাইচ ঘিরে এলাকার মানুষের উন্মাদনা চোখে পড়ার মতন দেখা যায়। বিগত দুই বছর করোনা কালের কারণে নৌকা বাইচ হয়নি। দুই বছর পরে এই বছরের নৌকা বাইচ দেখতে উপচে পড়া ভিড় কোটালিয়া নদীর দু পাড়ে। নৌকা বাইচ নির্বিঘ্নে সম্পূর্ণ করতে ব্যাপক পুলিশী ব্যবস্থা আয়োজন করেছিল প্রশাসনের পক্ষ থেকে। সিভিল ডিফেন্সের কর্মীদের রাখা হয়েছিল এদিন।


Post a Comment

Previous Post Next Post