মদের আসরে এসে বিপত্তি! উদ্ধার মৃত দেহ

Hazards-come-to-the-alcohol-event-Recovered-dead-bodies

পারিজা পাঠক, গাইঘাটা : জবা বাগান থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার হওয়ার চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত শিমুলপুর হাজরা তলা এলাকায়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম পঙ্কজ শিকারী। রবিবার সকালে খবর পেয়ে স্থানীয় জবা ফুলের বাগান থেকে দেহটি উদ্ধার করে গাইঘাটা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঙ্কজ সেই জবা বাগানেই এক মদের আসরে যোগ দিয়েছিল। পুলিশ সূত্রে খবর, দেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। যদিও পরিবারের তরফে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি থানায়।

Post a Comment

Previous Post Next Post