প্রতিনিধি, বনগাঁ : বাড়ির তালা ভেঙে ভর সন্ধ্যায় চুরি প্রায় পাঁচ লক্ষ টাকা সহ ২০ ভরির সোনা। উত্তর ২৪ পরগনা বাগদার বাসিন্দা হরি মোহন দেবনাথ এর পরিবার শুক্রবার সন্ধায় বাড়ির গেটে তালা দিয়ে স্থানীয় কালীপুজোর নিরঞ্জন দেখতে গিয়েছিলেন। রাত ৯ টায় বাড়িতে ফিরে তারা দেখতে পায় ঘরের তালা ভাঙ্গা।
সব ঘরে জ্বলছে আলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামাকাপড়। ভাঙ্গা রয়েছে শোকেসের লকার। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হয় বাগদা থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে।
হরি মোহন দেবনাথের স্ত্রীর জানান, সোনার হার, চুর, সিতাহার, কানের দুল, আংটি সহ প্রায় ২০ ভরি সোনার গহনা চুরি গিয়েছে। নগদ চুরি হয়েছে প্রায় ৪ লক্ষ ৯৫ হাজার টাকা।