প্রতিনিধি, বনগাঁ : বর্ষা এলেই বন্ধ হয়ে যায় গ্রামবাসীদের চলাচল। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে রাস্তা। গ্রাম পঞ্চায়েত এবং প্রশাসনের দ্বারস্থ হয়েও মেটেনি সমস্যা। এমনই দাবি একালার মানুষের।
উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েতের আইটপাড়া স্কুল সুংলগ্ন একালায় প্রায় এক কিলোমিটার গ্রামের রাস্তার বেহাল দশা৷ এখনো কংক্রিট না হওয়ায় বর্ষা এলে এলাকার প্রায় শতাধিক বাসিন্দাদের চলাচল বন্ধ হয়ে যায়৷ প্রায় ২৫ বছর ধরে রাস্তা তৈরির দাবি জানিও কোন ফল মেলেনি।