"দলে দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করণের কাজ চলছে", - বিশ্বজিৎ দাস

Identification-of-the-corrupt-in-the-party-is-in-progress-say-Biswajit-Das

সুলগ্না সিনহা, বনগাঁ : আর মাত্র কয়েকদিন। বছর ঘুরতেই পঞ্চায়েত নির্বাচন শুরু হতে চলেছে গোটা রাজ্যে। আর সেই পঞ্চায়েত নির্বাচনকেই পাখির চোখ করা হয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে। সাথেই নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায় বিজয় সম্মেলনের।

আর সেই নির্দেশ অনুসারেই শুক্রবার বিকেলে উত্তর ২৪ পরগণার বনগাঁ খেলাঘর ময়দানে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়ের সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের বিজয় সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিরা।

এদিনের বিজয় সম্মেলনের মঞ্চে থেকে বক্তব্য রাখতে গিয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক বিশ্বজিৎ দাস প্রথমেই তিনি নিজের দলের কয়েকজন লোকের ভুল কাজের জন্য ক্ষমা চেয়ে নেয় জনসমক্ষে। এছাড়া তিনি জানান, দুর্নীতিগ্রস্তদের কোন জায়গা হবে না দলে। চিহ্নিত করার কাজ শুরু হয়ে গেছে দলের পক্ষ থেকে।



 

Post a Comment

Previous Post Next Post