প্রতিনিধি, বনগাঁ : টেট পরীক্ষার্থীদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে গোপালনগরে বিজেপির পথ অবরোধ করে বিক্ষোভ। ২০১৪ এর টেট পরীক্ষার্থীরা করুণাময়ীতে আন্দোলনে সরব থাকা অবস্থায় নির্মম ভাবে তাদের পুলিশি অত্যাচারের শিকার হতে হয়।
ছাত্র ছাত্রীদের ওপর এমন নির্মম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গোপালনগর এ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করল বিজেপি। গত কাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে বনগাঁ চাকদা সড়কের মেদিয়া বাজারে সাড়ে চারটে থেকে এই অবরোধ সক্রিয় হয়। পরে সাধারণ মানুষের যানজট ও নানা সমস্যার কথা ভেবে অবরোধ তুলে নেয়া হয়।অবরোধকারীদের বক্তব্য, " পুলিশ যেভাবে গতকাল গভীর রাতে অনশনরত ছাত্র ছাত্রীদের উপরে বর্বরোচিত আচরণ করেছে, সেই নিষ্ঠুরতার জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করছি আমরা।"
এছাড়াও এদিন বনগাঁ বাটার মোড়ে রাস্তা অবরোধ বাম ছাত্র যুব শিক্ষক সংগঠনের। করুণাময়ীতে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজ সন্ধ্যায় বাটার মোড় অবরোধ করে বিক্ষোভ করে বাম ছাত্র যুবরা।