সোমনাথ, বাগদা : চোদ্দ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো বাগদা থানার পুলিশ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতর নাম অতীশ হালদার৷ বাড়ি বাগদা থানার চাঁদপুর এলাকায়। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷
সূত্রে জানা গিয়েছে, নাবালিকা তাঁর বোনকে নিয়ে ৭ মাস ধরে চাঁদপুরের মাসির বাড়ি থাকতো৷ অভিযোগ ফাঁকা বাড়ি সুযোগ নিয়ে মেসো তাঁকে দর্শন করে। এরপর দুই নাবালিকা তার বাবা কে ঘটনাটি জানায়। তারপর বাগদা থানায় লিখিত অভিযোগ জানায় ওই পরিবার৷ পুলিশ ধৃতকে সোমবার সকালে বনগাঁ মহাকুমা আদলাতে পাঠিয়েছে৷