প্রতিনিধি, বাগদা : গোপন সূত্র মারফত খবর পেয়ে পুলিশি অভিযান চালাতেই গ্রেফতার তিন দুস্কৃতি। ঘটনাটি উত্তর ২৪ পরগণা জেলার বাগদা থানার বাকসা হাই স্কুল সংলগ্ন মাঠে।
জানা গিয়েছে, রবিবার রাতে বাগদার বাকসা হাই স্কুলের খেলার মাঠ থেকে তিন দুস্কৃতিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বিজয় ঢালি, নিশিকান্ত মল্লিক, সুমন্ত হালদার তাদের বাড়ি বাগদা থানার বিভিন্ন এলাকায়।
ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ভোজালি, দড়ি সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়েছে। সোমবার সকালে ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ।