সুলগ্না সিনহা, বনগাঁ : এবার কি বনগাঁয় খোঁজ তেলের খনির? অশোকনগরের পর এবার বনগাঁ, আশায় বুক বাঁধছেন এলাকাবাসীরা।
ONGC (Oil and Natural Gas Corporation) পক্ষ থেকে অশোকনগরের পর এবার বনগাঁয় বেশ কয়েকদিন ধরেই তেলের হদিশ পেতে খোঁজখবর শুরু করল এই সংস্থা। বেশ কিছুদিন ধরেই বনগাঁর বেশকিছু এলাকায় মাটি পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে খনিজ তেলের সন্ধানে।
উল্লেখ্য বনগাঁ র দেবগড় ও শক্তিগড় এলাকার মাটি পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যায় সংস্থার একদল কর্মীকে। সংস্থার পক্ষ থেকে কোন সংবাদ না পাওয়া গেলেও এই ঘটনা শহরের বাসিন্দাদের মনে আশার আলো তুলে ধরেছে।
বছর দুয়েক আগে সরকারের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল সেইখানেই বনগাঁর বেশ কিছু এলাকার নাম উল্লেখ আছে। নোটিফিকেশন অনুযায়ী তাই বনগাঁয় বেশ কিছু জায়গায় ONGC এর পক্ষ থেকে নিয়মিত মাটি পরীক্ষার সন্ধান চালাবে বলে সূত্রে খবর।
শহরতলীতে খনিজ তেল পাওয়া যেতে পারে এই খবর পেয়ে খুশি এলাকার মানুষ। এলাকা থেকে তেল উত্তোলন হলে শহরতলীর উন্নতির সাথে সাথে সাধারণ ছেলে মেয়েরা কর্মসংস্থান পাবে বলে দাবি এলাকার মানুষের।