সাড়ম্বরে পালিত হল বিরসা মুন্ডার জন্মদিন

Birsa-Mundas-birthday-was-celebrated-in-Sambar

প্রতিনিধি, বাগদা : বিরসা মুন্ডার জন্ম দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বিরসা মুন্ডার জন্মদিন পালন করা হচ্ছে।

সেইমতো মঙ্গলবার সকালে স্কুল পড়ুয়াদের নিয়ে সারম্বরে বিরসা মুন্ডার জন্মদিন পালন করল উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়।

বিরসা মুন্ডার ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে তার জন্মদিন পালন করেন তারা। পাশাপাশি হেলেঞ্চা এলাকায় বিরসা মুন্ডা ছবি নিয়ে একটি বর্ণাঢ্য শুভযাত্রা করেন স্কুল পড়ুয়ারা।

Post a Comment

Previous Post Next Post