বাগদায় রাতের অন্ধকারে নয়টি বাড়িতে চুরি, চাঞ্চল্য গোটা গ্রামে

Burglary-of-nine-houses-in-the-darkness-of-night-in-Bagdah-excitement-in-the-whole-village


প্রতিনিধি, বাগদা : রাতের অন্ধকারে একই গ্রামের পরপর নয়টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাগদা থানার গাদপুকুরিয়া এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় আতঙ্কিত এলাকাবাসীরা। এলাকা সূত্রে খবর গ্রামের পার্শ্ববর্তী একটি গ্রামে মেলা হচ্ছিল সেখানে যোগ দিয়েছিলেন গ্রামের অধিকাংশ পরিবারের লোকেরাই।

সেই সুযোগে গ্রামে ঢুকে একদল চোর। রাতের অন্ধকারে গ্রামের নয়টি বাড়িতে চলে দুঃসাহসিক চুরি। কোন বাড়ি থেকে সোনা রুপোর গয়না আবার কোন বাড়ি থেকে সাইকেল চুরি হয় বলে পরিবারের দাবি। এমনকি চুরি যাওয়া পরিবারের লোকের দাবি অনুযায়ী বেশ কয়েকটি বাড়ি থেকে খোয়া গেছে নগদ টাকা।

এলাকাবাসীদের দাবি এই এলাকায় মাঝেমধ্যে চুরির ঘটনা ঘটে পুলিশ এর আগেও এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। মাঝে একমাস চুরির ঘটনা বন্ধ থাকলেও গতকাল রাতের একসাথে নয়টি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে এলাকা জুড়ে।

ইতিমধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে বাগদা থানার অধীনস্থ নাটাবেড়ে ফারিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে এলাকায় তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীদের দাবি অবিলম্বে এলাকায় পুলিশের নিরাপত্তা বাড়াতে হবে এবং যাতে এই ঘটনা পুনরায় না ঘটে।

Post a Comment

Previous Post Next Post