প্রতিনিধি, বনগাঁ : দ্রুত কালভার্টের কাজ সমাপ্ত করবার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রাম বাসিন্দাদের। বনগাঁ বাগদা সড়কের মামাভাগিনা কাঁঠালতলা এলাকায় নতুন কালভার তৈরির কাজ শুরু হয়েছে ৬ মাস আগে।
অভিযোগ, কিছুটা কাজ করবার পরেই বন্ধ হয়ে রয়েছে কালভার্টের কাজ, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে ভাঙ্গা কালভার্টে।
বাসিন্দাদের দাবি, কালভার্ট তৈরির কাজ চলছে ধীর গতিতে ইতিমধ্যেই কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। শনিবার রাতেও এই ভাঙা কালভার্টে দুর্ঘটনার কবলে পড়ে এক বাইক আরোহী।
দ্রুত কালভার্ট এর কাজ সমাপ্ত করবার আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।