সার্ভার বিভ্রাট! প্রাথমিক টেট এর এডমিট কার্ড ডাউনলোড করতে হিমশিম পরীক্ষার্থীরা। বিস্তারিত জানুন

Server-outage-Candidates-struggling-to-download-the-Admit-Card-of-Preliminary-TET-Learn-more

সমাচার ওয়েব ডেস্ক : আগামী ১১ই ডিসেম্বর ২০২২ তারিখে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা আয়োজিত বাংলার সমস্ত জেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের যোগ্যতা পরীক্ষা প্রাথমিক টেট (TET 2022) পরীক্ষা হতে চলেছে। প্রচুর পরীক্ষার্থীরা আশায় রয়েছেন এই পরীক্ষা নিয়ে।

পর্ষদ সুত্রে জানা গিয়েছে, এবার প্রাইমারি টেট পরীক্ষায় প্রায় ৭ লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষায় বসবেন। আজ, সোমবার থেকে শুরু হয়েছে পরীক্ষার্থীদের এডমিট কার্ড ডাউনলোড এর পক্রিয়া। প্রথম দিনেই সার্ভার বিভ্রাট এ পর্ষদ এর অফিসিয়াল সাইট।

এবারের প্রাথমিক টেট এর নিয়মাবলী

• ১১ই ডিসেম্বর ২০২২ প্রাথমিকের টেট পরীক্ষা হবে।

• এবার প্রায় ৭ লক্ষের বেশি প্রার্থী প্রাথমিক টেট দিতে চলেছে।

• পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম ২ ঘন্টা আগে ঢুকতে হবে।

• পরীক্ষার্থীদের সঙ্গে যাতে কোনরকম ইলেকট্রনিক গ্যাজেট বা অন্য কোন জিনিস নিয়ে না ঢোকে, তার জন্য থাকবে মেটাল ডিটেক্টর পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড ও পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন।

• ২৮ নভেম্বর ২০২২ তারিখ থেকে Admit Card দেওয়া শুরু হয়েছে

• অনলাইনে অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবেন চাকরিপ্রার্থীরা ।

প্রাথমিক টেট এর এডমিট কার্ড ডাউনলোড করতে নিচের লিঙ্গে ক্লিক করুন

ক্লিক করুন নিচে দেওয়া লিঙ্কে

DOWNLOAD

সমগ্র রাজ্য থেকে টেট পরীক্ষার জন্য ১৪০০ স্কুল কলেজ নির্বাচন করা হয়েছে এবং সেই সমস্ত স্কুল কলেজগুলোতেই এই পরীক্ষায় অনুষ্ঠিত হবে। এবার টেট পরীক্ষা পরিচালিত করবে পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা বোর্ডের তরফ থেকে।


Post a Comment

Previous Post Next Post