Board of Control for Cricket in India : 2022 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরাজয়ের পর থেকে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিচ্ছে। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে। এই পরাজয়ের পরে, BCCI ইতিমধ্যেই চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে সরিয়ে দিয়েছে, এখন আরেকটি বড় পদক্ষেপ নেওয়ার সময়, BCCI টিম ইন্ডিয়া থেকে একজন অভিজ্ঞকে ছেড়ে দিতে চলেছে।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) 2022 সালের T20 বিশ্বকাপে পরাজয়ের পর মানসিক কন্ডিশনিং কোচ প্যাডি আপটনকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই আর দক্ষিণ আফ্রিকার বাসিন্দা প্যাডি আপটনের চুক্তি নবীকরণ করতে চাইছে না। উল্লেখ্য 2022 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সাথে, বিসিসিআইয়ের সাথে প্যাডি আপটনের চুক্তি শেষ হয়েছে।
প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শে প্যাডি আপটনকে টিম ইন্ডিয়ার মানসিক কন্ডিশনিং কোচ করা হয়েছিল। চলতি বছরের জুলাইয়ে টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হন তিনি। এর আগে, প্যাডি আপটন তার 2008-11 মেয়াদে মেন্টাল কন্ডিশনিং কোচ এবং কৌশলগত কোচের দ্বৈত ভূমিকায় টিম ইন্ডিয়ার সাথে কাজ করেছেন।
প্যাডি আপটন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে রাহুল দ্রাবিড়ের সাথে কাজ করেছেন। এছাড়াও পুনে ওয়ারিয়র্স, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ডেয়ারডেভিলসের সাথে প্রধান কোচ হিসেবে কাজ করেছেন প্যাডি আপটন। পাশাপাশি পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স এবং বিগ ব্যাশ লীগে সিডনি থান্ডারকে কোচিং করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা দলের সাথেও পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।