রেশনের চালের মধ্যে প্লাস্টিকের চাল; চাঞ্চল্যকর অভিযোগ গ্রাহকদের। কটাক্ষ বিজেপি’র

Plastic-rice-in-ration-rice-sensational-complaint-of-customers-Sarcasm-of-BJP


প্রতিনিধি : রেশন দোকানের চালের মধ্যেই পাওয়া গেল প্লাস্টিকের চাল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মনিগ্রাম এলাকায়। রেশন গ্রাহকদের অভিযোগ, এদিন তারা রেশন ডিলার মধুসূদন রায়ের রেশন দোকানের মাল নিতে এলে রেশন থেকে যে চাল তাদের দেওয়া হয় সেই চালের মধ্যে তারা সাদা সাদা এক ধরনের চাল দেখতে পান। সেই চাল দেখতে পেয়ে সন্দেহ হয় তাদের।

স্থানীয়দের দাবী,  তারা টিভির পর্দায় দেখেছেন প্লাস্টিকের চালের খবর, আর এই চাল দেখেও তাদের সন্দেহ হয় এটি সেই প্লাস্টিকের চাল নয় তো ? এরপর তারা ওই সাদা রংয়ের চাল গুলি আগুন দিয়ে পুড়িয়ে দেখেন প্লাস্টিকের মতন গলে গলে পড়ছে। এরপরই ক্ষোভে পড়েন তারা।এই বিষয়ে স্থানীয়রা রেশন গ্রাহকেরা আরও বলেন, চাল নিতে এসে চাল দেখে সন্দেহ হওয়ার পরেই তারা চালে আগুনে দিয়ে দেখেন প্লাস্টিকের মতন গলে যাচ্ছে ।

রেশন ডিলার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা যায়, বনগাঁ মার্কেটিং থেকে তারা এই চাল নিয়ে এসেছে, এই সম্বন্ধে তাদের কোন ধারণা নই। অন্যদিকে এই বিষয়ে রেশন ডিলার মধুসূদন রায় বলেন, আমরা শুনেছি গ্রাহকরা এরকম অভিযোগ করছে । আমরাও মার্কেটিং থেকে যা চাল পেয়েছি সেই চালই সাধারণ গ্রাহকের দিয়েছি।

এ বিষয়ে ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শুকদেব শিকারি জানিয়েছেন, গ্রাহকদের অভিযোগ সত্যি হলে সংশ্লিষ্ট বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং যথাপ্রযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে রেশন চালের মধ্যে প্লাস্টিকের চাল পাওয়ার অভিযোগ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই ঘটনার কটাক্ষ করে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেন ২০১১ সাল থেকে এ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাস রচনা হয়েছে । শুধু প্লাস্টিক চাল কেন প্লাস্টিক ডিম, প্লাস্টিক ডালও পাওয়া যাচ্ছে । এই সরকারের কাছ থেকে আর ভালো কিছু আশা করা যায় না ।

Post a Comment

Previous Post Next Post