প্রতিনিধি, বনগাঁ : নিরুদ্দেশ স্বামীকে বাড়িতে ফিরিয়ে এনে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার গণধর্ষণের অভিযোগ উঠল এক গুণীন ও তার সাগরেদ দের বিরুদ্ধে৷ আত্মহত্যা গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার অন্তর্গত কালুপুর এলাকায়৷
অভিযোগ, প্রায় এক বছর ধরে ওই গৃহবধূকে গুনিন ও তার সহযোগী হল সুকুমার দাস লাগাতার ধর্ষণ করতো৷ গৃহবধূ আপত্তি করতেই তার স্বামী ও ছেলেকে মেরে ফেলার হুমকি দিতো অভিযুক্তেরা৷ সোমবার তাই আত্মহত্যার পথ বেঁছে নেই ওই গৃহবধূ। গৃহবধূর নাম ইন্দ্রা সরকার৷ অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ৷
পরিবারের সদস্যরা জানিয়েছে, ওই গৃহবধূর পাঁচ বছরের একটি সন্তান রয়েছে৷ তিন বছর হল তার স্বামী তাকে রেখে আন্দামানে কাজে গিয়েছে আর বাড়ি ফিরছে না। এরপরই তিনি, সাধু ওরফে সুকুমার দাসের সঙ্গে যোগাযোগ করে৷ সুকুমার বাবু তাঁর স্বামীকে ফিরিয়ে দেয়ার কথা বলে তাকে তার বাড়িতে নিয়ে যেত৷
অভিযোগ এর পরেই ওই মহিলার সঙ্গে তার সাগরেদের নিয়ে নিয়মিত ধর্ষণ করত৷ প্রতিবাদ করলে তাঁর ছেলে এবং স্বামীর কি করে দেবে হলে হুমকি দিতো। এরপরেই ইন্দ্রা দেবী কাগজে লিখে রেখে তার নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন৷