রাজ্যের আশা কর্মীর বাড়ি ঘেরাও, ঘটনাস্থলে পুলিশ

State-Asha-workers-home-surrounded--police-on-scene


প্রতিনিধি, বাগদা : প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় আশা কর্মীর বাড়ি ঘেরাও ঘিরে উত্তেজনা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের রণঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার পুরদহ গ্রামে।

সুত্রে জানা গেছে, সোমবার আশা কর্মী উমা মন্ডলের বাড়িতে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়া স্থানীয় বাসিন্দারা ঘেরাও করে ক্ষোভ জানতে থাকে।

উমা মন্ডলের কাছে জানতে চায় কেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে । এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে আশা কর্মী উমা মন্ডল।

পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে বাগদা থানার পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘেরাও মুক্ত করে আশা কর্মীকে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রনে আনে বাগদা থানার পুলিশ।

Post a Comment

Previous Post Next Post