বিজেপির গণ ডেপুটেশন বৈরামপুর গ্রাম পঞ্চায়েতে

BJPs-public-deputation-Bairampur-Grampanchayat

প্রতিনিধি, বনগাঁ : গোপালনগর এর বৈরামপুর পঞ্চায়েতে বিজেপির পক্ষ থেকে ১৩ দফা দাবিতে ডেপুটেশন জমা দেয়া হয় আজ। ডেপুটেশন ঘিরে প্রচুর পুলিশ মতায়েন করা হয়েছিল পঞ্চায়েত সংলগ্ন এলাকায়।

ডেপুটেশন কর্মসূচির বিষয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন আজ আমরা বৈরামপুর পঞ্চায়েতে সকল বিজেপি কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ মোট ১৩ দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন পঞ্চায়েত প্রধানের হাতে তুলে দিলাম তিনি আরো বলেন আমরা পঞ্চায়েত প্রধানকে অনুরোধ করেছি আবাস যোজনায় যাদের নাম নথিভুক্ত করা নেই বা যারা প্রকৃতই ঘর পাওয়ার যোগ্য তাদেরকে যেন ঘর দেওয়া হয়। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এ বিষয়ে তিনি খতিয়েছেন।

এ বিষয়ে বৈরামপুর পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক হায়দার আলী মোল্লা জানান, বিজেপির পক্ষ থেকে ১৩ দফা দাবিতে পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেওয়া হয়। এ বিষয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করি সঠিক নাম লিস্টে যদি না থাকে তাহলে আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব এবং আমরা পুরো বিষয়টি খুঁটিয়ে দেখছি।

Post a Comment

Previous Post Next Post