প্রতিনিধি, বাগদা : আবারও দিদির দূত কর্মসূচি ঘিরে বিক্ষোভ। ঘটনাটি বাগদা বিধানসভার আশারু পঞ্চায়েতের বাঁশঘাটা বাজারের। রাস্তার দাবিতে দিদির দূত কর্মসূচিতে বিশ্বজিৎ দাসের গাড়ি আটকে ক্ষোভ বাসিন্দাদের।
সোমবার বাগদা বিধানসভার আশারু পঞ্চায়েতের বাঁশঘাটা বাজারের পাশ দিয়ে দিদির দূত কর্মসূচিতে তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ তৃণমূল নেতারা যাবার পথে স্থানীয় মহিলারা বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ দেখান৷
বাসিন্দাদের দাবি, যতক্ষণ রাস্তার সমাধান না হবে ততক্ষণ গাড়ি আটকে রাখা হবে৷ দীর্ঘক্ষন বিক্ষোভ দেখানোর পর শেষে তৃণমূল জেলা সভাপতি আশ্বাসে বিক্ষোভ থামায় বাসিন্দারা।