ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ১

1-more-arrested-in-connection-with-the-attack-on-the-businessman

প্রতিনিধি, ঠাকুরনগর : ব্যবসায়ীর উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় আরো এক যুবককে গ্রেফতার করলো উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম জুয়েল সুতার। সে গড়িয়ার নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা।

নরেন্দ্র পুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৩ তারিখে ঠাকুরনগর বাজারে ফল ব্যবসায়ীর উপরে হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই ঘটনায় ফল ব্যাবসায়ী মনরঞ্জন ও তার ভাই সুরঞ্জন মজুমদার আহত হন। পাল্টা গণধোলাই তে পার্থ সমদ্দার নামে এক হামলা কারী যুবকের মৃত্যু হয়।

সেই ঘটনায় তনয় ঘোষাল নামে এক দুষ্কৃতিকে ঘটনার রাতে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে ১০ দিনের জন্যে পুলিশ নিজেদের ফেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জুয়েলের খোঁজ পায় পুলিশ। সাথেই একটি রাম দা, মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ধৃত দু'জনকে আজ বনগাঁ মহকুমা আদালতে পেশ করেছে গাইঘাটা থানার পুলিশ।

Post a Comment

Previous Post Next Post