প্রতিনিধি, বারাসাত : দিদির রক্ষাকবচে মন্ত্রীর সামনে অভিযোগ জানানোর অপরাধে সপাটে চড় তৃণমূল কর্মীর। শনিবার সকাল ১০ টা নাগাদ দিদির রক্ষাকবচ কর্মসূচিতে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বারাসাত ব্লক -১ ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের শাড়ি পোনা গ্রামে, রাধামাধবের মন্দিরে যান পুজো দিতে।
পুজো সেরে মন্দিরের চাতালেই বসেন গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনতে। সেইখানে গ্রামের মহিলা ও পুরুষরা আসেন নিকাশি ব্যবস্থা রাস্তাঘাট এবং পানীয় জলের অভাব অভিযোগ নিয়ে বিধায়ক তথা মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে।
সেখানেই স্থানীয় এক যুবক এবং ওই মন্দির কমিটির সদস্য গ্রহিত হন তৃণমূল কর্মীদের হাতে পরে তাকে মুখ চেপে ধরে ধাক্কা দিতে দিতে মন্ত্রীর সামনে থেকে সরিয়ে নিয়ে যায় তৃণমূল কর্মীরা।
ঘটনার বিষয় নিয়ে পড়ে অবশ্য খাদ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। যদিও আক্রান্ত এবং গ্রামবাসীরা এই মারধরের ঘটনাকে অন্য চোখে দেখছেন। তাদের দাবি দীর্ঘদিন যাবত পঞ্চায়েত এমনকি বিডিও কে জানিও এলাকার রাস্তাঘাটের বা জল নিকাশি ব্যবস্থার কোন উন্নয়ন ঘটেনি। তাই তারা সরাসরি মন্ত্রীকে কাছে পেয়ে অভিযোগ জানাতে আসেন। আর সেখানেই বাদে বিপত্তি।