সমাচার ঃ গোপালনগর থানার রঘুনাথপুরে সংগীতা সরকার তার ৯ মাসের মেয়েকে এক প্রতিবেশীর সঙ্গে যোগসাজসে বিক্রি করেছে অভিযোগ এনে গ্রামের লোকেরা মারধর করলো তাদের। মঙ্গলবার বিকেলে আটকে রেখে মারধর করে গ্রামবাসিরা অভিযোগ। সেই খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ ওই দুই মহিলাকে উদ্ধার করতে রঘুনাথপুর পৌঁছালে স্থানীয়রা পুলিশের গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ দেখায়।পুলিশের উপর চড়াও হয়। মারধরের হাত থেকে অভিযুক্তদের বাঁচাতে গেলে পুলিশকে ধাক্কাধাক্কি করে গ্রামবাসীরা। পুলিশের পরবর্তীতে গোপালনগর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে ঘটনাস্থল থেকে ওই দুই মহিলা ও আক্রান্ত পুলিশকর্মীদের উদ্ধার করে৷ অভিযুক্ত মহিলাদের বক্তব্য তারা শিশুটি বিক্রি করেনি। পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও হেনস্তার অভিযোগ দায়ের করা হয়েছে গোপালনগর থানায়।