সমাচার ঃ বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ধরমবেড়িয়ার গ্রামের ঘটনা। বুধবার বছর কুড়ির যুবতী পম্পা মাঝির বিয়ের দিন ছিল। বিয়ের সব রকম আয়োজন শেষ হওয়ার পর গতকাল রাত থেকে নিখোঁজ ছিল জামাইবাবু রথজিৎ। বুধবার সকালে ধরমবেড়িয়া গ্রামের পাশের আম বাগান থেকে বছর পঁয়ত্রিশের রথজিৎ মাইতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার জেরে বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে পড়েছে। এটা পরিকল্পিত খুন? না অন্য কোনো কারণ আছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত রথজিৎ মাইতির স্ত্রী শ্যামলী মাইতির দাবি আমরা কিছু বুঝতে পারছিনা। মঙ্গলবার রাত থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর পিছনে প্রণয় ঘটিত কারণ? না পারিবারিক বিবাদ? না স্বামী-স্ত্রীর গন্ডগোলের? তার পুরোটাই তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।