ভবঘুরেদের দুপুরে খাবারের ব্যবস্থা করল বনগাঁর বিজেপি


ভিডিও দেখুন--

সমাচার ঃ লকডাউনের পর থেকেই যে যেভাবে পারছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। কেউ মাস্ক, স্যানিটাইজার দিচ্ছেন তো কেউ খেটে খাওয়া দিনমজুর পরিবারের মুখে যৎসামান্য খাবার তুলে দেওয়ার চেষ্টা করছেন। পিছিয়ে নেই সরকারী দপ্তর গুলিও; রাজ্য তথা দেশের একাধিক সংগঠন এগিয়ে এসেছে করোনা ভাইরাসের মোকাবিলায় করতে। তবে করোনা ভাইরাসের মোকাবিলায় ভবঘুরেদের কথা সেভাবে মনে রাখেনি কেউই।


ভবঘুরেদের দুপুরে খাবারের ব্যবস্থা করল বনগাঁর বিজেপি

আজ বিজেপির বনগাঁ পৌরমন্ডল (উত্তর) এর পক্ষ থেকে কিছু ভবঘুরেদের দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। শহরের অলিগলিতে ঘুরে ঘুরে তাদের খুঁজে দুপুরের খাবার ও জল দেওয়া হয়। বিজেপি নেতা শোভন বৈদ্য বলেন, শহরের বেশ কয়েকটি বাজারে সব্জী ও মাছ বিক্রেতাদের হ্যান্ড স্যানিটারি ও মাক্স বিতরণ করা হয় এবং সেই সংঘে কিছু ভবঘুরেদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post