ছবি সৌজন্যে গুগুল @google
সমাচার ঃ করোনা ভাইরাস থেকে বাঁচতে নানাবিধ সাবধানতার পাশাপাশি বারবার হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেই সাবধানতা অবলম্বন করতে গিয়েই অগ্নিদগ্ধ হলেন দিল্লির এক বাসিন্দা। জানা গিয়েছে, এদিন রান্নাঘরে দাঁড়িয়ে ৪৪ বছরের ওইব্যক্তি জামা কাপড়ে স্যানিটাইজার ছিটিয়ে দিচ্ছিলেন। রান্নাঘরে তখন রান্না হচ্ছিল, স্যানিটাইজার ছেটাতেই আচমকা আগুন লেগে গেলে আগুনে ঝলসে তিনি। তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। বর্তমানে তার সেখানেই চিকিৎসা চলছে।
সূত্রের খবর, স্যানিটাইজারে অধিক মাত্রায় অ্যালকোহল ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেই কারণেই গ্যাসের পাশে দাঁড়িয়ে স্যানিটাইজার ব্যবহার করায় এই অগ্নিকাণ্ড। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চটজলদি আরও তাজা খবরের জানতে আমাদের ওয়েব সাইটের বেল আইকনটা টিপুন এবং পরবর্তীতে allow করুন।
সূত্রের খবর, স্যানিটাইজারে অধিক মাত্রায় অ্যালকোহল ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেই কারণেই গ্যাসের পাশে দাঁড়িয়ে স্যানিটাইজার ব্যবহার করায় এই অগ্নিকাণ্ড। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চটজলদি আরও তাজা খবরের জানতে আমাদের ওয়েব সাইটের বেল আইকনটা টিপুন এবং পরবর্তীতে allow করুন।