সীমান্তের আদিবাসী মৎস্যজীবীদের ফোন নম্বর সহ খাদ্য সামগ্রী তুলে দিলেন তৃণমূল নেতা গোপাল শেঠ

সীমান্তের আদিবাসী মৎস্যজীবীদের ফোন নম্বর সহ খাদ্য সামগ্রী তুলে দিলেন তৃণমূল নেতা গোপাল শেঠ

সমাচার ঃ  লকডাউনের পর থেকে সীমান্ত এলাকায় মাছ ধরা প্রায় বন্ধ।  মারাত্মক সমস্যায় রয়েছেন মৎস্যজীবীরা।  খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পেট্রাপোল থানার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ফিরোজপুরে এলাকার গিয়ে  প্রায় ৩০০ মৎস্যজীবী পরিবাররের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন জেলা পরিবহন দপ্তর এর সদস্য তথা বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। এদিন তিনি খাদ্য সামগ্রী ওই এলাকার বাসিন্দাদের  তুলে দেন। এরপর যে কোন সমস্যায়  তাঁকে ফোন  করার কথাও বললেন তিনি।

সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক পরিবারে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, বিস্কুট, বাতাসা, সবজি, আলু,  মাস্ক,  ডেটল, সাবান  তুলে দেওয়া হয়।


নিজের ফোন নাম্বার দিয়ে গোপালবাবু বাসিন্দাদের বলেন সমস্যা হলে যেন তাকে ফোন করে৷ গোপাল শেঠ বলেন "মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের পাশে রয়েছেন, আমি তার প্রতিনিধি। মৎস্যজীবী আদিবাসী ভাই-বোনেরা অনাহারে রয়েছে খবর পেয়ে তাদের এলাকায় গিয়ে হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম। সকলকে ফোন নম্বার দিলাম  কোন সমস্যা হলে ফোন করবার জন্য।"

Post a Comment

Previous Post Next Post