করোনা ছড়িয়েছে চিন; ৪০ জনের মামলা চিনা প্রেসিডেন্টের বিরুদ্ধে, শোরগোল !


China has spread to Corona; Three people sued against the Chinese president
সমাচার ঃ প্রথমে চিনের উহান শহর থেকে প্রথম করোনা ভাইরাসের খোঁজ মিলেছিল। যা এখন সারা পৃথিবীর ত্রাস। ইতিমধ্যে পৃথিবীর প্রায় ৪৪ হাজার মানুষের প্রাণ কেড়েছে এই মহামারী করোনা ভাইরাস। পৃথিবীর ২০০টিরও বেশী দেশ করোনার ভাইরাসে আক্রান্ত। বাদ যাইনি ভারতও। ইতিমধ্যে পৃথিবীর বহু দেশে রয়েছে লকডাউন, তার মধ্যে ভারত অন্যতম।

প্রথমে চিন থেকে এই করোনা ভাইরাস ছড়াতে শুরু করেছিল, তাই করোনা সংক্রমণের জন্য চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে দায়ী করে ভারতের উত্তরপ্রদেশের ৪০ জন ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারীদের মধ্যে কেউ আইনজীবী, তো সমাজকর্মী। সূত্রে খবর পুলিশ এঁদের অভিযোগ গ্রহণও করেছে । তবে এরপর তাদের কি পদক্ষেপ হবে এ বিষয়ে পুলিশ স্থির সিদ্ধান্তে আসতে পারেনি। বর্তমানে পুলিশও চাইছে বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নিতে। কারণ বিষয়টি আন্তর্জাতিক এবং পুলিশ চাইলেই তদন্ত শুরু করতে পারে না।


---- সংবাদ সূত্র : সংবাদ সংস্থা

Post a Comment

Previous Post Next Post