
সমাচার ঃ লকডাউনে বন্ধ রাজপথ; বন্ধ ব্যবসা বানিজ্য। ধীরে ধীরে চরম সংকটের মধ্যে পড়তে চলেছে রাজ্যের মানুষ। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকারের কাছে ২৫ হাজার কোটির আর্থিক অনুদান চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠিতে লিখেছেন, “সব ব্যবসা বন্ধ থাকায় আয় হচ্ছে না। রাজ্যগুলির আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। করোনা অতিমারির জেরে অচলাবস্থা তৈরি হয়েছে, সে কারণে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আদর্শ মেনে রাজ্যকে ২৫ হাজার কোটি টাকার অনুদান বরাদ্দ করা হোক।“
মুখ্যমন্ত্রী চিঠিতে আরও লিখেছেন, ''সব ধরনের ব্যবসা বন্ধ থাকায় বস্তুত কোনও আয়ই হচ্ছে না রাজ্য সরকারের। তদসত্ত্বেও সরকারি কর্মীদের বেতন, মজুরি ও পেনশন দেওয়া হয়েছে। যদিও দেশের অনেক রাজ্যই তা করতে পারেনি। বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা নিয়েও চালাতে পেরেছি। কিন্তু এখন ভবিষ্যত অনিশ্চিত। এর পাশাপাশি কন্যাসন্তান, পড়ুয়া, কৃষক, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, প্রান্তিক শ্রেণি, সংখ্যালঘু, তপসিলি জাতি-উপজাতিদের প্রতি আমরা দায়বদ্ধ। এই কঠিন সময়ে ৯ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।''
চিঠিতে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, কোভিড-১৯ অতিমারি ও লকডাউনের আগে রাজ্যের পাওনা ১১ হাজার টাকা কমিয়ে দিয়েছে ভারত সরকার। ৩৬ হাজার কোটি টাকা বকেয়াও রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেনা মেটানোর ক্ষেত্রে ছাড় দেওয়ার বিভিন্ন বিষয়গুলি তুলে ধরেছেন রাজ্যের অর্থমন্ত্রী। রাজ্যের আর্থিক পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। দেনা মেটানোর বোঝা হালকা হলেও তা যথেষ্ট নয়।
মুখ্যমন্ত্রীর আবেদন, কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে অচলাবস্থার মোকাবিলায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আদর্শ মেনে সহযোগিতা করুক ভারত সরকার। পশ্চিমবঙ্গকে ন্যূনতম ২৫,০০০ কোটি টাকা অনুদান বরাদ্দ করা হোক। এর পাশাপাশি রাজ্যে পাওনাগুলিও মিটিয়ে দিক ভারত সরকার।
সংবাদ সূত্র : জি২৪ ঘণ্টা