করোনাভাইরাস নিয়ে সংবাদমাধ্যমগুলিকে সঠিক সংবাদ পরিবেশন করার নির্দেশ সুপ্রিম কোর্টের


করোনাভাইরাস নিয়ে সংবাদমাধ্যমগুলিকে সঠিক সংবাদ পরিবেশন করার নির্দেশ সুপ্রিম কোর্টের

সমাচার ওয়েব ডেস্ক ঃ করোনাভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যাতে কোনোরকম ভাবে আতঙ্ক না ছড়ায় সেদিকে সংবাদমাধ্যমগুলিকে জর দেওয়ার জন্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের সাফ কথা, প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশাল মিডিয়াসহ মিডিয়া আউটলেটগুলিকে দায়িত্ববোধ রাখতে হবে। সরকারি তথ্যই সংবাদমাধ্যমকে তুলে ধরতে হবে। এছাড়া যাচাই না করে সংবাদ প্রচার করা থেকে বিরত থাকতে হবে। অযথা সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়ানো যাবে না।

এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে সাধারণ মানুষের মধ্যে যাতে অযথা আতঙ্ক ছড়িয়ে না পড়ে তার জন্য সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মাধ্যমে দৈনিক বুলেটিন প্রকাশ করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এ বিষয়ে সলিসিটার জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতকে জানিয়ছেন যে ২৪ ঘণ্টার মধ্যে বুলেটিন প্রকাশ করা হবে।
করোনাভাইরাস নিয়ে সংবাদমাধ্যমগুলিকে সঠিক সংবাদ পরিবেশন করার নির্দেশ সুপ্রিম কোর্টের

লকডাউনের (Lockdown) জেরে দেশের বিভিন্ন প্রান্তে অভিবাসী শ্রমিকরা যে হেনস্থার শিকার হয়েছেন, তা নিয়ে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এসএ বোবদে এবং বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলার শুনানি চলছিল। সেখানে সরকারের তরফে ভুয়ো খবরের প্রসঙ্গ তুলে ধরেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

এরপর বিভিন্ন সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো খবরের জেরেই লকডাউন উপেক্ষা করে অভিবাসী শ্রমিকরা রাস্তায় নেমে আসেন বলে অভিযোগ করেন তিনি। সরকারের দেওয়া তথ্যের বাইরে সংবাদমাধ্যমগুলি যাতে অন্য কোনও পরিসংখ্যান ছাপতে না পারে, সেই ব্যাপারেও শীর্ষ আদালতের হস্তক্ষেপ চান মেহতা।

এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এসএ বোবদে (SA Bobde) জানান, করোনাভাইরাস নিয়ে সরকারের বক্তব্য এবং পরিসংখ্যান সংবাদমাধ্যমগুলিকে প্রকাশ করতে হবে। পাশাপাশি মানুষের মধ্যে যাতে আতঙ্ক না তৈরি হয়, সে কারণে তথ্য যাচাই করে খবর পরিবেশন করতে হবে ও আরও দায়িত্বশীল হতে হবে।

বিস্তারিত অর্ডার জানতে নিচের লিংকে যান


তথ্যসূত্র : Dailyhunt

Post a Comment

Previous Post Next Post